Advertisement

Responsive Advertisement

বিজেপিতে শামিল হয়ে গেল গোটা ত্রিপুরা পিপলস কংগ্রেস দল


আগরতলা, ১২ফেব্রুয়ারী : অবশেষে বিজেপিতে বিলীন হয়ে গেল ত্রিপুরা পিপলস কংগ্রেস। সোমবার রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। ত্রিপুরা পিপলস কংগ্রেস দলের সর্বভারতীয় সভাপতি প্রদীপ চক্রবর্তীর নেতৃত্বে ১৫০ পরিবারের ৬০০জন ভোটার বিজেপি দলে যোগদান করলেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন। এই সময় কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, রাজ্য মন্ত্রিসভার সদস্য সান্তনা চাকমা সহ অন্যান্য নেতৃবৃন্দ। যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদীপ চক্রবর্তী বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশ এবং রাজ্যের যে উন্নয়ন প্রক্রিয়া চলছে তাতে সামিল হতেই তারা বিজেপিতে যোগ দিয়েছেন।
 অপরদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সব কা সাথ সব কা বিকাশের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন দল থেকে নেতাকর্মী এবং ভোটাররা বিজেপিতে শামিল হচ্ছেন। তার অংশ হিসেবে এদিন ত্রিপুরা পিপলস কংগ্রেসের নেতাকর্মীরাও বিজেপিতে যোগদান করলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ