আগরতলা, ২০ফেব্রুয়ারী : কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল তখন বিরোধী দল হিসেবে বিজেপি দ্রব্যমূল্য বৃদ্ধির অভিযোগ করতো, তাদের সরকার ক্ষমতা প্রতিষ্ঠিত হলে মূল্যবৃদ্ধি হ্রাস করা হবে বলেও সাধারণ মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিল। মানুষ এই সকল প্রতিশ্রুতিতে বিশ্বাস করে তাদের ক্ষমতায় নিয়ে এসেছিলেন। কিন্তু বর্তমানে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি পাচ্ছে এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করতে হবে, এই দাবিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী। তিনি বলেন অবিলম্বে যদি সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। সেই সঙ্গে তুমি আরো জানান সারা দেশব্যাপী মহিলা কংগ্রেস দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে।
0 মন্তব্যসমূহ