আগরতলা, ২২ফেব্রুয়ারী : সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের বড়জলা এলাকার কুড়ি থেকে ২৫ টি বাড়িতে একাধিক ফাটল দেখা দিয়েছে। যার জেরে ওই বাড়ির বাসিন্দা থেকে শুরু করে এলাকার অন্যান্য মানুষও আতঙ্কের মধ্যে রয়েছেন। যাদের বাড়িতে এখনো ফাটল দেখা দেয়নি তারাও আতঙ্কে রয়েছেন যদি তাদের বাড়িতেও এমন ফাটল দেখা দেয় এই ভেবে। তবে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফাটল দেখা দেয়নি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অভিযোগ ONGC এই এলাকায় প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধানের জন্য এলাকায় একাধিক গর্ত করে এই গর্তের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কেঁপে ওঠে কাঁচা বাড়ি থেকে শুরু করে দালান ঘরের ফাটল দেখা দেয়। এলাকায় আরো এমন বিস্ফোরণ করা হবে বলে গ্রামবাসীরা শুনতে পেয়েছেন। এই বিষয়ে গ্রামবাসীরা ওএনজিসি স্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলে ছিলেন। কিন্তু ONGC কর্তৃপক্ষের দাবি তাদের অনুসন্ধান কাজের করা বিস্ফোরণের ফলে ঘর বাড়ির ক্ষতি হয় না। যার জেরে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যদি ওএনজিসি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দেয় তবে গ্রামবাসীরা মামলায় যেতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন অনেকে। যদিও এই বিষয়ে ওএনজিসি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
0 মন্তব্যসমূহ