আগরতলা, ২৪ ফেব্রুয়ারী: শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় শুরু হলো ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট এসোসিয়েশনের দুদিন ব্যাপী দ্বিবার্ষিক সম্মেলন এবং মিডিয়া ওয়ার্কশপ। এদিন এই সম্মেলনের সূচনা করেন শ্রম এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। প্রদীপ প্রজ্জ্বলের মধ্য দিয়ে সম্মেলন ও কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে মন্ত্রী টিংকু রায় বলেন, সংবাদ মাধ্যমরাজ্যের সমস্ত বিষয় তুলে ধরে। বর্তমান সরকার মানুষের কল্যাণে যে সকল কাজ করছে এগুলো তুলে ধরলে নতুন প্রজন্ম বিশেষ করে যারা শিক্ষিত বেকার রয়েছে তারা সরকারি চাকুরীর পেছনে না ছুটে নিজেরা উদ্যোগী হয়ে যে অনেক কিছু করা সম্ভব সেই বিষয়ে আগ্রহী হবেন।
কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ফেডারেশন অফ ওয়ার্কিং জার্নালিস্ট এর সেক্রেটারি জেনারেল বিপিন ধুলিয়ান, কলকাতার ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রাক্তন রেসিডেন্ট এডিটর সুব্রত নাগ চৌধুরী, ঢাকা বাংলাদেশের প্রখ্যাত বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের প্রবীণ ব্যক্তিত্ব এম এ তাহের।
আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের সদস্য-সদস্যারা শামিল হয়েছেন।
0 মন্তব্যসমূহ