আগরতলা, ৭ ফেব্রুয়ারী : রাজ্য সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন রাজ্যে চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে। তিনি নিজে এক জন সফল বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ায় বিষয়টি আরো গুরুত্ব সহকারে দেখছেন। তার এই তৎপরতার কারণে রাজ্যবাসী চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সফলতা পেতে শুরু করেছেন। এরই অংশ হিসেবে আবারো আগরতলায় শিশুর জটিল সমস্যার সফল অপারেশন সম্ভব হলো। রাজধানী আগরতলার হাঁপানিয়া এলাকার ড. বি আর আম্বেদক এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা অনিরুদ্ধ বসাক বুধবার সাংবাদিকদের জানান, ধলাই জেলা হাসপাতানে একটি শিশুর জন্ম হয়। জন্মের পর থেকে শিশুটি পিত্ত বমি করছিল। বহু চেষ্টা করেও ডাক্তাররা এই সমস্যার সমাধান করতে পারেননি। তাই মাত্র ৭ দিন বয়সী শিশুকে ড. বি আর আম্বেদক এবং ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এখানে আসার পর তিনি সহ অন্যান্য ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন শিশুটির পেটের ভেতর জটিল সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে অপারেশন। তারা দুদিন শিশুটিকে পর্যবেক্ষণে রাখেন এবং অপারেশন করেন। দু'ঘণ্টার বেশি সময় ধরে অপারেশন করার পর এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তিনি আরো জানান এমন সমস্যা খুব বিরল। শিশুটি এখন সুস্থ্য হওয়ায় তারা সকলে খুশি।
শিশুটিকে সুস্থ করে তোলায় পরিবারের সদস্যরা খুশি। রাজ্যে এমন জটিল অপারেশন সহদেব করার জন্য রাজ্য সরকার এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিশুটির বাবা।
এর আগেও হাসপাতালে শিশুদের এমন জটিল অপারেশন করা হয়েছে।
0 মন্তব্যসমূহ