আগরতলা, ১মার্চ : শুক্রবার থেকে রাজ্যে শুরু হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবছর সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৫,৩৪৫ জন বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। মোট ৬০টি সেন্টারে এবং ৯০টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছেন বোর্ড সভাপতি। উচ্চমাধ্যমিক পরীক্ষাতে রেগুলার পরীক্ষার্থী হিসাবে বসেছেন ২৪,২৬৩ জন, ৩৩৮ জন কন্টিনিউ সহ অন্যান্য বিভাগেও পরীক্ষা দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য বোর্ডের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়ে করা হয়েছে।
এদিন পরীক্ষার শুরুর আগে বিভিন্ন সেন্টারের সামনে পরীক্ষার্থীর পাশাপাশি তাদের অভিভাবকদেরকেও ভিড় করতে দেখা যায়।
0 মন্তব্যসমূহ