উৎপল বৈদ্য, বিলোনিয়া, ২৭ মার্চ : পুলিশ গাঁজা পাচার কাণ্ডে জড়িত তিন পাচারকারীকে গ্রেফতার করলো দক্ষিণ জেলার বিলোনিয়া থানার পুলিশ। রাজনগর ব্লকের পিপাড়িয়াখলা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাপাচার কান্ডে জড়িতদের গ্ৰেপ্তার করে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন বিলোনিয়া মহাকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। সাথে ছিলেন থানার ওসি শিবু রঞ্জন দেসহ পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশ ধৃত তিন জনকে বুধবার দুপুরে বিলোনিয়া আদালতে সোপর্দ করে। ধৃত তিন যুবকের নাম বিকাশ সরকার, প্রশান্ত বৈদ্য ও সুজিত বৈদ্য। এরমধ্যে বিকাশ সরকার একজন এসপিও পদে কর্মরত থাকা অবস্থায় কি ভাবে গাঁজা পাচার কাণ্ডে জড়িত হয় তা নিয়ে রীতিমতো অবাক জনগণ। জানা যায়, এসপিও বিকাশ সরকারকে কাজে লাগিয়ে রাজনগর পিআরবাড়ি থানার একাংশ আধিকারিক মোটা অংকের টাকা গুনছে বলেও গুঞ্জন রয়েছে। শুধু এসপিও বিকাশ সরকার নয়, রাজনগর থানার কিছু অংশের এসপিও জওয়নারা রাজনগর থানার অধিকারিকদের অঙ্গুলি হেলনে নেশা কারবারিদের সাথে যুক্ত রয়েছে বলে কানপাতলে শুনা যায়।
0 মন্তব্যসমূহ