Advertisement

Responsive Advertisement

দীপক মজুমদারের মনোনয়ন জমার মিছিলে প্রয়াত সুরজিৎ দত্তের স্ত্রীও সামিল


আগরতলা, ২৭ মার্চ : রাজধানীর ৭নং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের পাশেই আছে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তর পরিবার। একথা প্রার্থী নিজে আগে জানিয়ে ছিলেন। একথা যে ঠিক তা আবার প্রমাণিত। বুধবার দীপক মজুমদারের মনোনয়ন পত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যে,প্রয়াত সুরজিৎ দত্ত'র স্ত্রী অসুস্থ অবস্থায় বহিঃরাজ্য থেকে তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে আগরতলায় ফিরে আসেন। এদিন রাজধানীর প্রগতি বিদ্যা ভবনে সামনে জমায়েতের পর শুরু হয় রামনগর কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য মিছিল। সুদৃশ্য এই বিরাট মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যায় সদর মহকুমা শাসকের কার্যালয়ের দিকে। মহিলা মোর্চা, যুব মোর্চা, রামনগর মন্ডল, প্রতিটি বুথের কর্যকর্তা সহ সাধারণ কর্মী সমর্থকরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন মিছিলে। বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা। মিছিল শেষে অতিরিক্ত মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থী দীপক মজুমদার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ