লোকসভা নির্বাচনকে সামনে রেখে বনমালী পুর মন্ডলের দুটি বৈঠক করলেন প্রদেশ সভাপতি
মার্চ ০২, ২০২৪
আগরতলা, ২ মার্চ : বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিম লোকসভা আসনের জন্য রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতেই প্রদেশ নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে ময়দানে। তাই প্রার্থীর নাম ঘোষণার কিছুক্ষন পর শনিবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পাশাপাশি ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ২২ নং ওয়ার্ডের উদ্যোগেও আরো একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক হয়। এই বৈঠকেও উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি। তিনি উপস্থিত নেতাকর্মীদের আহ্বান রাখেন লোকসভা নির্বাচনে যাতে বিজেপি প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা হয় কারণ তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মোদি দায়িত্ব গ্রহণ করবেন।
0 মন্তব্যসমূহ