আগরতলা, ২ফেব্রুয়ারী : আবারো ট্রেনে করে গাঁজা পাচারকালে ধরাপড়লো এক যুবক। আগরতলা রেলওয়ে স্টেশনের জিআরপি থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান, শনিবার সন্ধ্যায় আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে আগরতলা রেল স্টেশন যৌথ ভাবে অভিযান চালানোর সময় সন্দেহ ভাজন এক যুবককে দেখতে পায়। তখন তাকে তল্লাশি চালালে সঙ্গে গাঁজা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাকে আটক করে, তার বাড়ি সিধাই থানার অন্তর্গত বড় কাঁঠাল এলাকায় এবং তারা কাছ থেকে উদ্ধার হয়েছে মোট ৮ কেজি শুকনা গাঁজা। জিজ্ঞাসাবাদে জানায় সে এই গাঁজা গুলি ট্রেনে করে বিহার নিয়ে যেতে চেয়েছিল। এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে এনডিপিএস ধারায়। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। রবিবার তাকে আদালতে পাঠিয়ে পুলিশ রিমান্ড চাওয়া হবে।
0 মন্তব্যসমূহ