অয়ন নাগ, ধর্মনগর, ১ মার্চ : সরকারি কর্মচারী সঠিক ভাবে দায়িত্ব পালন করছেন না তাই তাকে বদলি করার জন্য অভিযোগ বা ডেপুটেশন দেওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকলেও কর্মচারীকে বদলি করার প্রতিবাদে সাধারণ মানুষের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শনের ঘটনা খুব কমই প্রত্যক্ষ করা যায়। এমন দৃশ্য চোখে পড়ে না বললেই চলে। কিন্তু বহুদিন পর এমন দৃশ্য প্রত্যক্ষ করলেন রাজ্যবাসী। দীর্ঘদিন ধরে ধর্মনগর ডি.ডব্লিউ.এস দপ্তরের এসডিও হিসেবে দায়িত্ব পালন করছেন সোহেল আহমেদ। সম্প্রতি তার বদলির অর্ডার আসে। তার বদলি খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। এমন দায়িত্বশীল এবং উন্নয়ন কামি সরকারি কর্মচারীকে বদলি করা যাবে না। এই দাবিকে সামনে রেখে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করলেন ধর্মনগরের একাংশ মানুষ। তাদের বক্তব্য এসডিও সোহেল আহমেদ বদলির নির্দেশ বাতিল করতে হবে। এই দাবিতে রাস্তায় নেমে ডিডাব্লিউএস অফিস ঘেরাও করে স্লোগান দেন এবং বলেন ধর্মনগরের উন্নয়ন বিরোধীরা এই কাজের সঙ্গে জড়িত। তার বদলির নির্দেশ বাতিল না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়ে দেন।
0 মন্তব্যসমূহ