Advertisement

Responsive Advertisement

দেশকে শক্তিশালী করতে হলে ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই: মুখ্যমন্ত্রী


আগরতলা, ২৯ মার্চ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর আস্থা থেকেই মানুষ এখন চারদিকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছে। ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কেউ দেশ সামলাতে পারবে না। এটা এখন নিশ্চিত হয়ে গেছে। দেশকে শক্তিশালী করতে হলে এবং বিকাশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া অন্য কোন বিকল্প নেই। 
           শুক্রবার ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে এক যোগদান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। 
                    হাতে গোনা আর কয়েকটা দিন বাকি মাত্র। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে এই দুই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বুধবার সুবিশাল মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়নপত্র জমা দেন ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। এরপর বৃহস্পতিবার জনপ্লাবনের মধ্য দিয়ে আমবাসায় রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা। এদিনও প্রার্থীর পাশে ছিলেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন ঘনিয়ে আসতেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের হিড়িক শুরু হয়েছে রাজধানী সহ বিভিন্ন জায়গায়। শুক্রবারও ৮ নং টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে কয়েক শতাধিক ভোটার ভারতীয় জনতা পার্টিতে সামিল হন। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব তাদের বরণ করে নেন। 
                        এই কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করেছেন। চারদিকেই এখন মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে আসতে চাইছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে দেশের উন্নয়নে নিরন্তর কাজ করছেন তাতে প্রধানমন্ত্রীর উপর মানুষের আস্থা বেড়েছে। তাই মানুষ চাইছেন ভারতীয় জনতা পার্টিতে আসতে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ সবদিক দিয়েই এগিয়ে চলছে। দেশকে শক্তিশালী করতে হলে ভারতীয় জনতা পার্টির কোন বিকল্প নেই। এদিন সিপিএম, কংগ্রেস, তৃণমূল সহ বিভিন্ন দল থেকে মানুষ ভারতীয় জনতা পার্টিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। যা লোকসভা নির্বাচনের মুখে গেরুয়া শিবিরের কাছে বাড়তি অক্সিজেনের যোগান দিল বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। 
                   এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী দীপক মজুমদার, পুর কাউন্সিলার রত্না দত্ত, বড়দোয়ালি মন্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব। এর পাশাপাশি এদিন পূজার্চনার মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির ৮-বড়দোয়ালী মন্ডলে নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং সুশাসনের গ্যারান্টিতে উদ্বুদ্ধ হয়ে এদিন বড়দোয়ালি মন্ডলের নির্বাচনী কার্য্যালয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন ৯৪ পরিবারের মোট ২৬৫ জন ভোটার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ