আগরতলা, ২মার্চ : সব জল্পনার অবসান তরুণ তুর্কি ছাত্রনেতা বেশ কিছুদিন ঘরে অলস অবস্থায় থাকার পর অবশেষে কংগ্রেসের হাত ছেড়ে পদ্মফুল হাতে নিচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন সম্রাট । এ সময় প্রদেশ বিজেপি কার্যালয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক , প্রদেশ যুব মোর্চার সভাপতি এবং বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্রাট রায়ের সঙ্গে আরো প্রায় ৩০০ থেকে ৫০০ জন NSUI এবং যুব কংগ্রেসের নেতাকর্মী বিজেপিতে যোগদান করবেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।
0 মন্তব্যসমূহ