আগরতলা, ১মার্চ : সারা দেশের নারীরা আর সুরক্ষিত নয়। নিত্যদিন নারীদের উপর নির্যাতনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের। অবিলম্বে নারীদের উপর নির্যাতন বন্ধ করার দাবিতে শুক্রবার তারা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে অভিযোগ করেন সম্প্রতি কানপুরে নাবালিকার ওপর বর্বরচিত নির্যাতনের ঘটনা ঘটলেও শাসকদলের নারী নেত্রীরা চুপ করে রয়েছেন। এই পরিস্থিতিতে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্ভা তাদেরকে নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন । সেসঙ্গে অলকা লাম্ভা ৫ মার্চ রাজ্যে আসছেন বলেও জানান । এদিন তারা হাতে মহিলা নির্যাতন সংক্রান্ত প্লেকার্ড নিয়ে ধরনা কর্মসূচিতে অংশ নেন ।
0 মন্তব্যসমূহ