আগরতলা, ২১মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে আজ রেখে সদর গ্রামীণ জেলা কিষান মোর্চার এক সাংগঠনিক বৈঠক গ্রামীণ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কিষান মোর্চার সম্পাদিকা তথা গ্রামীণ সদর জেলার প্রভারী প্রতীচী ভৌমিক, সদর গ্রামীণ জেলার বিজেপি সভাপতি অসিত রায়, গ্রামীণ জেলার সহ সভাপতি, সদর গ্রামীণ জেলার কিষান মোর্চার সভাপতি সমরেশ বিশ্বাস সহ সদর গ্রামীণ জেলার সাতটি মন্ডলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ।
সভার আলোচনায় প্রদেশ সম্পাদিকা প্রতীচী ভৌমিক রাজ্য কিষান সমাবেশের প্রস্তুতি হিসেবে ওয়ান বুথ টেন কিষান কমিটির উপর জোর দেন এবং প্রতি মণ্ডলে সম্মেলনের আহ্বান করেন। এছাড়া প্রতিটি মন্ডলের বুথ পরিসংখ্যান অনুযায়ী বর্তমান পরিস্থিতির আলোচনাক্রমে কিভাবে অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করা যায় তার পর্যালোচনা করেন। সভায় জেলা সভাপতি অসিত রায় মহোদয় কিভাবে সামনের দিনের কাজগুলিকে এগিয়ে নেওয়া যায় যাতে করে নির্বাচনে বিজেপি দলের সার্বিক সাফল্য আসে তার সুন্দর পর্যালোচনা করেন। তাতে যশশ্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানাবিধ সাফল্যের গল্প উঠে আসে এবং কৃষকদের জন্য তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সমাপ্তি ভাষণে কিষান মোর্চার জেলা সভাপতি সমরেশ বিশ্বাস কিষান মোর্চার প্রতিটি মন্ডলের প্রতি নিজ নিজ দায়িত্ব পালনের কঠোর মনোভাব রাখার আহ্বান জানান এবং জেলা সভাপতি কে তার গঠনমূলক বক্তব্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
0 মন্তব্যসমূহ