আগরতলা, ২৯ মার্চ : লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের পেছনে ফেলে প্রচারে উত্তর উত্তর তেজি ভাব নিয়ে আসছে শাসক দল বিজেপি। নির্বাচনে দলের কাজকর্ম আরো ভালো ভাবে পরিচালনা করার জন্য প্রতিনিয়ত নির্বাচনী কার্যালয় চালু করা হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাজধানীর সূর্য্য চৌমুহনীর স্মৃতি ক্লাব সংলগ্ন জায়গায় ৮ নম্বর টাউন বড়দোয়ালী মন্ডলের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। এই কার্যালয় উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। পাশাপাশি উপস্থিত ছিলেন মেয়র ও রাম নগর বিধানসভা আসনের উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার, বিজেপি সদস্যরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। পূজা দিয়ে নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাশাপাশি এই দিন এক যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানে। ৯৪ পরিবারের ২৬৫ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মুখ্যমন্ত্রী হাত ধরে বিজেপি পতাকা তলে শামিল হয়।
0 মন্তব্যসমূহ