আগরতলা, ৩ মার্চ : লোকসভা নির্বাচন ঘোষণা না হলেও ইতিমধ্যে পশ্চিম আসনের প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা করেছে শাসক দল বিজেপি। নির্বাচনকে সামনে রেখে এখন সংগঠনকে আরো মজবুত করতে ব্যস্ত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্য থেকে শুরু করে অন্য সকল নেতৃত্ব। রবিবারও দিনভর নানা জায়গায় একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রদেশ সভাপতি। এদিন সেকেরকোট বাজারে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত ছিলেন। লোকসভা নির্বাচনে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দেওয়ার লক্ষ্যে ১৫- কমলাসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত পৃষ্ঠাপ্রমুখ সম্মেলনে অংশগ্রহন করে উপস্থিত সকলকে আহ্বান জানান। এরপর ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ২৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অংশগ্রহণ করেন। পাশাপাশি ৯-বনমালীপুর মন্ডলের অন্তৰ্গত ২১ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকেও অংশ নেন।
নেশামুক্ত ত্রিপুরা নির্মাণে খেলাধুলার বিশেষ গুরুত্ব রয়েছে। তাই আগরতলা পুর-নিগমের ২ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত দীনদয়াল উপাধ্যায় স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নেশা মুক্ত সুস্থ সমাজ গঠন করার প্রতি যুব সমাজকে আহ্বান জানান।
0 মন্তব্যসমূহ