Advertisement

Responsive Advertisement

শান্তিরবাজার জেলা হাসপাতালে জেনারিক আধার মেডিসিন কাউন্টারের সূচনা

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ : রাজ্য সরকার লোকজনদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে নানান প্রকল্প নিয়ে আসছে। রাজ্য সরকারের এই প্রকল্পগুলি সঠিক ভাবে বাস্তবায়িত করতে বিগত দিনে দক্ষিন জেলার জেলশাসক সাজু ওয়াহিদ এ এবং শান্তিরবাজার জেলা হাসপাতালের চিকিৎসক শান্তুনু দাসের অক্লান্ত প্রচেষ্টায় দক্ষিন জেলার জেলা হাসপাতালে জেনারিক আধার মেডিস কাউন্টার স্থাপন করা হয়। শান্তিরবাজার জেলা হাসপাতালে এম এস ডাক্তার জে এস রিয়াং, ডাইবেটিস স্পেশালিষ্ট ডাক্তার শান্তুনু দাস, শিশু বিশেষঞ্জ ডাক্তার প্রসনজিৎ দাস, ডাক্তার তমাল সরকার ও ডাক্তার অজয় পালের মতো ভালো মনের চিকিৎসক থাকার কারনে জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটা উন্নত হয়েছে। এইসকল চিকিৎসক থাকারফলে দক্ষিন জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে লোকজনেরা চিকিৎসা পরিষেবার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে ছুটে আসে। মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার বক্তব্যের মধ্যদিয়ে শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা সম্পর্কে কিছু বক্তব্য জনসন্মুখে তুলেধরেন। মন্ত্রী জানান বিগতকিছুদিন পূর্বে উনার মা অসুস্থ ছিলেন। উনার মাকে চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়েগেলে সেখানে ভর্তি রাখাহয়। পরবর্তীসময় শান্তির বাজার জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা দেখে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া উনার মাকে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলাহাসপাতলে নিয়েআসে। এরমধ্যে শান্তির বাজার জেলা হাসাপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নে লোকজনের স্বার্থে খোলাহলো জেনারিক আধার মেডিসিন কাউন্টার খোলাহয়। এই কাউন্টারে সল্পমূল্যে ঔষধ পাওয়াযাবে। যেসকল ঔষধ বাজারে ১০০ টাকা বিক্রিকরাহয় সেইসকল ঔষধ এই কাউন্টারে ৪০ টাকায় পাওয়াযাবে। এতেকরে সকল অংশের লোকজনেরা খোবই উপকৃত হবে। বুধবার এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কাউন্টারের শুভ সূচনা করেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠান উপস্থিত শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, সহ সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, শান্তির বাজার জেলা হাসপাতালের এম এস জে এস রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্ন বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। আজকের অনুষ্ঠান সম্পর্কে জানাতেগিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া জানান বর্তমানসময়ে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। ডাবল ইঞ্জিনের সরকারেরন্যায় জেলা হাসপাতালেও ডাবল কাউন্টার চলবে। বিগতদিনে জেলা হাসপাতালেছিলো জেনারিক মেডিসিন কাউন্টার এখন হয়েছে জেনারিক আধার মেডিসিন কাউন্টার । জেলা হাসপাতালে এই মেডিসিন কাউন্টার হোওয়াতে দক্ষিন জেলায় বসবাসকারী লোকজনদের মধ্যে আনন্দের বাতাবরন লক্ষ্যকরাযায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ