আগরতলা, ২০ মার্চ : শাসক দল বিজেপির লক্ষ্য রাজ্যের দুই লোকসভা আসনে বিরাট ব্যবধানে জয় করা।আর এই লক্ষ্যকে সামনে রেখেই বুধবার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে দলের সাংঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যেই ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদিন বৈঠক শেষে এই কথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির পাখির চোখ রাজ্যের দুটি আসনে বিরাট জয় এনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা। এই লক্ষ্যে ইতিমধ্যেই দুই কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুরু হয়ে গেছে সাংগঠনিক কাজকর্ম।মঙ্গলবার রাতে দুই লোকসভা আসনের জন্য মোট ৩৭টি ডিপার্টমেন্ট নিয়ে পৃথক পৃথক নির্বাচনী টিম গঠন করেছে বিজেপি। আর বুধবার সকালে এই নির্বাচনী কমিটি গুলিকে নিয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে হয় এই বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য বিজেপির বিধায়ক এবং মন্ডল নেতৃবৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় সাংগঠনিক বৈঠক ।এদিন সাংগঠনিক বৈঠক শেষে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ,দলের মূল লক্ষ্য রাজ্যের দুই কেন্দ্রেই বিরাট জয় হাসিল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা ।এই লক্ষ্যেই দফায় দফায় সাংগঠনিক বৈঠক চলছে ।এরই অঙ্গ হিসেবে বুধবারের এই বৈঠক বলে জানান তিনি।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান ,বুধবার অথবা বৃহস্পতিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট বিষয়ে কেন্দ্র ও রাজ্য নেতৃবৃন্দের সাথে দফায় দফায় কথাবার্তা চলছে বলেও জানান তিনি।উল্লেখ্য ,অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট গত শনিবার ঘোষণা করা হয়েছে। সাত দফায় হবে নির্বাচন ।প্রথম দফায় দেশের একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি লোকসভা আসনে নির্বাচন হবে ।এর মধ্যে ত্রিপুরার পশ্চিম আসন রয়েছে। পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে প্রথম দফায় ।প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল।
0 মন্তব্যসমূহ