প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের উদ্যোগে আজ, সোমবার বসন্ত উৎসব পালন উদ্যোগ নেওয়া হয়েছিল।
এদিন সকালে রবীন্দ্রনাথের বসন্তের গান ও সংকীর্তনের মাধ্যমে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। সংলগ্ন গ্রামের অধিবাসীরা ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে বহু শিল্পী এতে অংশ নেন। এই বসন্ত উৎসব উপলক্ষ্যে মেলারও আয়োজন করা হয়। অভুতপূর্ব এই আয়োজনে অভিভূত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অতিথিগণ।
কলেজের সভাপতি মলয় পীট বলেন যে সাধারণ মানুষকে শিক্ষা স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। সেই সঙ্গে মানব সম্পদের বিকাশ করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এদিনের মানুষের সতস্ফুর্ত সাড়া আমাদের উজ্জীবিত করেছে। তিনি জানান পৌষ মাসের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত শান্তিনিকেতনের পৌষ মেলার ধাঁচে ত্রিপুরায় পৌষ মেলার আয়োজন করা হবে।
0 মন্তব্যসমূহ