আগরতলা, ২৯ মার্চ : লোকসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের জোড় তৎপরতা চলছে। সারা দেশের সঙ্গে রাজ্যের নির্বাচন কেউ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের যাবতীয় খরচের হিসাব নেওয়ার জন্য ইতিমধ্যে এক্সপেন্ডীচার অবসারভার বিবেক এল (Bhimanwar) ভিমানভার আগরতলা এসে পৌঁছেছেন। শুক্রবার তিনি রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমী স্থিত স্ট্রংরুম এবং কাউন্টিং সেন্টার ঘুরে দেখেন । তার সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক তথা এই লোকসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা । তারা উমাকান্ত একাডেমির পুরাতন ও নতুন দুটি বিল্ডিং এর নির্বাচনী অফিস ঘুরে দেখেন। পরিদর্শন শেষে অবজারভার সংবাদ মাধ্যমকে জানান যাবতীয় পরিকাঠামো ঠিকঠাক রয়েছে তিনি দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিকদের কাজে সন্তুষ্ট ।
0 মন্তব্যসমূহ