আগরতলা, ২৭ মার্চ : পূর্ব ঘোষণা অনুযায়ী মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিষ কুমার সাহা। এই সময় পাশে থাকবেন কানাইয়া কুমার বলে কংগ্রেসের তরফে আগাম ঘোষণা করা হয়, কিন্তু এলেন না কানহাইয়া কুমার। মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে প্রার্থীকে নিয়ে বাম-কংগ্রেস নেতৃত্ব সুবিশাল রেলির মাধ্যমে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। সেই সঙ্গে শ্লোগান উঠে বিজেপি হঠাও ত্রিপুরা বাঁচাও। নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে এই মনোনয়নপত্র দাখিল করলেন প্রার্থী। মিছিলে হাটেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, বিরজিৎ সিনহা, সহ কংগ্রেস নেতৃত্বরা। পাশাপাশি সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত সহ অনেকেই ছিলেন, পাশাপাশি তাদের দলের কর্মী সমর্থকরাও ছিলেন লাল পতাকা নিয়ে। জেলা শাসক তথা রিটার্নিং অফিসের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় ও সেখান থেকে প্রতিনিধি দল প্রার্থীকে সঙ্গে নিয়ে গিয়ে মনোনয়ন জমা করেন। মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে অংশ নিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা বলেন, গোটা দেশের মানুষ বিজেপি-র বিরুদ্ধে একজোট হতে শুরু করেছে। গোটা দেশের সঙ্গে রাজ্যের মানুষও তাদের অধিকার হারিয়েছে। বিজেপি ক্ষমতাকে কুক্ষিগত করতে চাইছে।
0 মন্তব্যসমূহ