অয়ন নাগ, ধর্মনগর, ৮ মার্চ : আবারো রাজ্যে আটক রোহিঙ্গা অনুপ্রবেশকারী। শুক্রবার সকালে ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ে চার রোহিঙ্গা। এরা হলো মোহাম্মদ আরব(২২) কক্সবাজার ক্যাম্প নাম্বার ১৮, সামিয়া(২০), ইসমাতারা(১৮), কক্সবাজার ক্যাম্প নম্বার ১৪, ইশা(১৮), হাকিম পাড়া ক্যাম্প নম্বার ১৪। এরা বাংলাদেশের দালাল আব্দুল্লাহকে প্রতি জন ৩০হাজার টাকা করে দিয়ে ভারতে অবৈধ পথে প্রবেশ করেছে। তাদেরকে ধর্মনগর রেলস্টেশন এলাকা থেকে আটক করে পুলিশ।
হায়দ্রাবাদে যাওয়ার পরিকল্পনা নিয়ে ধর্মনগর এসেছিল। ক্যাম্পে ওদেরকে যে অল্প কিছু টাকা-পয়সা এবং চাল ডাল দেওয়া হয়েছিল সেগুলি বিক্রি করে দিয়ে বহু কষ্টে এই বাংলাদেশি ত্রিশ হাজার টাকা জোগাড় করে দালালকে দিয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে করে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে। তাদেরকে আদালতে তোলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
0 মন্তব্যসমূহ