আগরতলা, ৪ মার্চ : আবারো ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়লো চার বাংলাদেশী অনুপ্রবেশকারী। সোমবার তাদেরকে আগরতলার এমবিবি বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়। এয়ারপোর্ট থানার ওসি সংবাদ মাধ্যমকে জানান, এদিন বিমানবন্দর এলাকায় কর্তব্যরত পুলিশ চারজন লোককে সন্দেহ জনক ভাবে চলাফেরা করতে দেখে। তখন তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ চালানো হয়। এক পর্যায়ে তারা স্বীকার করে নেয় অবৈধ ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে। তাদের কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। এদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ। তখন পুলিশ তাদের আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়। ভারতীয় পাসপোর্ট আইনে তাদের বিরুদ্ধে মামলা ভারতীয় করা হয়েছে। আদালত থেকে তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন ওসি।
0 মন্তব্যসমূহ