অয়ন নাগ, ধর্মনগর, ৩ মার্চ : রবিবার ত্রিপুরা থেকে বহি:রাজ্যগামী AS10C/6426 নম্বরের একটি যাত্রীবাহী বাস থেকে উত্তর জেলার বাগবাসা পুলিশ তল্লাশি চালিয়ে গাঁজাসহ মোট পাঁচজনকে আটক করল পুলিশ, এদের মধ্যে চারজন নারী পাচারকারী রয়েছে। তল্লাশি করে তাদের শরীরে ও ব্যাগে থাকা বিভিন্ন সাইজের বাইশ প্যাকেটে মোট কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় ।যার কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। তিনি জানান,ধৃতরা যথাক্রমে ধৃতরা যথাক্রমে মিনা দেবী(৪০),সাকিলা দেবী(৪২),বিভা দেবী(২২),পূজা দেবী (২০) ও রাজিব প্রসাদ(৩০)। সকলের বাড়ি বিহারের পাটনা ও মুজাফ্ফর জেলায়।
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, রাজধানী আগরতলা থেকে গাঁজা নিয়ে প্রথমে ট্রেনে করে ধর্মনগরে আসে। পরে ধর্মনগর আইএসবিটি থেকে বাসে করে অসমের শিলচরের উদ্দেশ্য যাচ্ছিলো এবং শেষে আবার ট্রেনে করে বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল।
0 মন্তব্যসমূহ