আগরতলা, ২৭ মার্চ : নির্বাচনের মুখেও ত্রিপুরা প্রদেশ বিজেপিতে যোগদান অব্যাহত রয়েছে। বুধবার পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যায় বিরোধী শিবিরে ভাঙ্গন ধরাতে স্বক্ষম হলো শাসক দল বিজেপি। এদিন ৪২পরিবারের ২০৭ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য। এই সময় অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
পাশাপাশি উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার সহ-সভাপতি বিদ্যুৎ দেববর্মা, বিজেপি নেতা জয়লাল দাস সহ অন্যান্যরা।
প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস ভট্টাচার্য বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এইদিন ৪২ পরিবারের ২০৭ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছে। তারা বিজেপি দলের হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
0 মন্তব্যসমূহ