আগরতলা, ৬ মার্চ : বুধবার বিজেপি'র ৯ নম্বর বনমালীপুর মন্ডলেও প্রধানমন্ত্রীর নারী শক্তি বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রাজধানীর গান্ধী স্কুলে আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী। সেই সঙ্গে মন্ডলের অন্যান্য নেতৃত্বসহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচিতে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন। কর্মসূচী সম্পর্কে সভাপতি রাজীব ভট্টাচার্যী বলেন, আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিবসে আবার মহাশিবরাত্রি, এই দিনকে সামনে রেখে কিছু দিন আগে প্রধানমন্ত্রী একটি পরিকল্পনা নিয়ে ছিলেন, তাতে তিনি বলে ছিলেন ভারতের যতগুলি মহিলা পরিচালিত স্বসহায়ক দল এবং এন জি ও রয়েছে তাদের সদস্যদের সঙ্গে জন সম্পর্ক করা ও শক্তি বন্ধন কার্যক্রমশ আয়োজন করবেন। এর অংশ হিসেবে এদিন সারা দেশের মহিলা পরিচালিত স্বসহায়ক দল এবং এন জি ও রয়েছে তাদের সঙ্গে শক্তি সম্পর্ক করেন। সারা দেশের সঙ্গে রাজ্যেও এই কর্মসূচীর আয়োজন করা হয়। প্রতিটি মন্ডলে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই প্রেক্ষিতে নয় বনমালীপুরেও বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় মহিলাদেরকে নিয়ে। প্রচুর সংখ্যক মহিলা এতে সামিল হন।
0 মন্তব্যসমূহ