আগরতলা, ১৯ মার্চ : রাজ্যের কৃষকদের সুবিধা ও আয় বৃদ্ধির লক্ষ্যে প্রথম দিন থেকে কাজ করছে বর্তমান সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকদের উৎপাদিত সামগ্রী যাতে যথাযতো ভাবে সংরক্ষণ করা যায় তার জন্য রাজ্যের কোনায় কোনায় কোল্ড স্টোরেজ তৈরী করে দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান ও মৃত্তিকা সংরক্ষণ বিভাগ থেকে এই স্টোরেজ গুলি নির্মাণ করে দেওয়া হচ্ছে। অপেক্ষাকৃত ছোট আকারের ও সৌর বিদ্যুৎ ভিত্তিক এই কোল্ড স্টোরেজ তৈরী করা হচ্ছে যাতে কৃষকরা বাজারে বিক্রি করতে নিয়ে আসা কাঁচা সবজি ও কৃষিজাত পণ্যের যে অংশ অবিক্রিত থেকে যায় এগুলি এই সব কোল্ড স্টোরে নামমাত্র খরচে রাখতে পারেন এবং পরবর্তী সময় সঠিক দামে তাজা অবস্থায় বিক্রি করতে পারেন। মূলত রাজ্যের কয়েক জন কৃষি অধিকারীকদের উদ্যোগে এই স্টোরেজ গুলি রাজ্য জোড়ে নির্মাণ করা হচ্ছে। সৌর বিদ্যুৎ ভিত্তিক রাজ্যের প্রথম তিনটি কোল্ড স্টোরটি নির্মাণ করা হয় নাগিছড়া এলাকার উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রে, বিলাসছড়া, ছেচুড়িয়া এবং উদয়পুরে। দপ্তরের ডেপুটি ডিরেক্টর দীপক বৈদ্য'র চেষ্টা ও তত্ত্ববদানে এটি নির্মাণ করা হয়। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে প্রতিটি জেলার একাধিক জায়গায় এমন কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়। বর্তমানে রাজ্যের আট জেলায় এখন পর্যন্ত ১০টি এমন সৌরবিদ্যুৎ ভিত্তিক কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে। আরো ১০টি এমন স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর দীপক বৈদ্য। এক একটি স্টোরেজের পণ্য ধারণ ক্ষমতা প্রায় ৬মেট্রিক টন। এগুলির এক একটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৬ থেকে ২২লক্ষ টাকা।
0 মন্তব্যসমূহ