আগরতলা, ১৪ মার্চ : লোকসভা নির্বানের জন্য দ্বিতীয় পর্যায়ের ৭২জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে রয়েছে ত্রিপুরার পূর্ব লোকসভা আসনের প্রার্থীর নাম। ২০২৪সালের লোকসভা নির্বাচনে জনজাতি সংরক্ষিত পূর্ব আসনে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কীর্তি সিং দেববর্মনের। এই কীর্তি সিং দেববর্মন সম্পর্কে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সহদর বোন। বুধবার সন্ধ্যার পর নামের তালিকা প্রকাশ্যে আসতেই ত্রিপুরা রাজ্য জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ব্যাপক ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যেখানে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জনজাতি মানুষের স্বার্থের কথা বলে নতুন দল গঠন করে আন্দোলন করছেন সেখানে তার বোনকেই বিজেপির প্রার্থী হিসেবে লোকসভা আসনে মনোনীত করা হয়েছে। তিপ্রামথা দলের প্রার্থী নাম ঘোষণা করা হলো না। নাম প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার সাত সকালে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একটি অডিও বার্তা জারি করে নিজের বোনকে বিজেপি প্রার্থী করার বিষয়ে সাফাই দিলেন। এখন দেখার বিষয় তার এই বার্তা শোনার পর জনজাতি অংশের মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।
0 মন্তব্যসমূহ