আগরতলা, ২৮ মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এর পরবর্তী কর্মসূচী হিসেবে বৃহস্পতিবার পশ্চিম জেলার জেলা শাসক তথা এই আসনের রিটার্নিং অফিসার ডা বিশাল কুমারের নেতৃত্বে মনোনয়নপত্রের পর্যবেক্ষণ তথা স্কুটিনি হয়। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি নির্বাচনের কাজে যুক্ত সরকারী কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে পর্যবেক্ষণ শেষ হলে রিটার্নিং অফিসার ডা বিশাল কুমার জানান, এই আসনে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন, এর মধ্যে ৫জন নির্দল এবং ৪জন বিভিন্ন দলের প্রার্থী। তাদের সকলের মনোনয়নপত্রই বৈধ। ৩০ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
0 মন্তব্যসমূহ