আগরতলা, ১মার্চ : ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদকে অধিক ক্ষমতা প্রদান করা, সর্বোপরি ত্রিপুরার এ ডিসি এলাকা কে নিয়ে পৃথক রাজ্য গঠন করা ইত্যাদি দাবিকে সামনে রেখে জন্ম লগ্ন থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের গঠিত দল তিপ্রামথা। এই দাবিকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি খোয়াই জেলার বড় মুরা পাহাড়ে জাতীয় সড়কের পাশে আমরণ অনশন ধর্মঘটে বসেছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। অনশনে বসার কিছুক্ষণের মধ্যেই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে ফোন আসে। তিনি অনশন মঞ্চ ছেড়ে সোজা দিল্লি চলে যান। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের তরফে তাকে ফোন করা হয়েছে, তবে লিখিত ভাবে আশ্বাস না পেলে তিনি দাবি থেকে সরে আসবেন না। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। তিনি যখন দিল্লিতে যান সেই সময় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক সাহাও দিল্লিতে ছিলেন। এদিকে শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভায় শুরু হয়েছে বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিনই অর্থমন্ত্রী বাজেট পেশ করেন বাজেট অধিবেশনের জন্য দিল্লি থেকে ছুটে আসেন মুখ্যমন্ত্রী। বাজেট পেশ করার পর রাতের বিমানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা দিল্লি ছুটে যান। একই বিমানে দিল্লি ছুটে যান বিরোধী দলনেতা এবং তিপ্রা মথা দলের নেতা অনিমেষ দেববর্মা, বিজেপি সরকারের শরিক দল আইপিএফটির নেতা এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো কয়েকজন জনজাতি নেতা। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে হঠাৎ করে দিল্লি যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি কোন জবাব দেননি। এদিকে বিরোধীদল নেতা অনিমেষ দেববর্মা এবং মন্ত্রি শুক্লাচরণ নোয়াতিয়াকে দিল্লি সফরের কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেন কেন তাদেরকে ডাকা হয়েছে কিছুই জানেন না। শুধু যেতে বলা হয়েছে তাই তারা যাচ্ছেন। তবে ধারণা করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে যাতে প্রধান বিরোধী দল তিপ্রামথা যাতে আন্দোলন তীব্র না করতে পারে তার জন্য বোঝাপড়া করার উদ্দেশ্যে তাদেরকে দিল্লি ডেকে নিয়ে যাওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ