আগরতলা, ৫ মার্চ : দিল্লিতে গিয়ে মাত্র এক টাকায় তিপ্রামথাকে বিক্রি করে এসেছেন, নিজে এই মন্তব্য করলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার তিপ্রামথা দলের তরফে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। রাজধানীর ভোলাগিরি এলাকার এক বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক শুরুর আগে সাংবাদিকদের তরফে এদিনের কর্মসূচির বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলেন, লোকসভা নির্বাচনসহ অন্যান্য নানা বিষয় নিয়ে দলের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করবেন। তবে তিনি এই বিষয়গুলো সংবাদ মাধ্যমের সামনে বলবেন না বলে সাফ জানিয়ে দেন। পরবর্তী সময় যদি প্রয়োজন হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে জানিয়ে দেবেন বলেও জানান। সেই সঙ্গে তিনি আরো বলেন আগরতলার সংবাদমাধ্যমগুলো তাদের বিষয়ে কিছু প্রচার করেনি। তাই প্রয়োজন হলে তিপ্রাসা মিডিয়াতে এসে কথা বলবেন। তখন তিপ্রাসা মিডিয়ার এক প্রতিনিধি প্রদ্যুৎ কিশোরকে জিজ্ঞাসা করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে তিনি তিপ্রা মথাকে দিল্লিতে বিক্রি করে এসেছেন। এর উত্তরে তিনি বলেন, এক টাকায় বিক্রি করেছেন। সেই সঙ্গে তিনি আরো বলেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা করছে তারা জীবনে কোন কাজ করেনি, অনেকে অবসর জীবনে এসে এসব মন্তব্য করছে।
0 মন্তব্যসমূহ