অয়ন নাগ, ধর্মনগর : নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৬০উর্ধ এক ব্যক্তি। এই ঘটনা উত্তর জেলার অন্তর্গত ধর্মনগরের পশ্চিম হাফলং এলাকায়। ঐ এলাকার একটি পরিবারের তরফে ধর্মনগর মহিলা থানায় নাবালিকা সদস্যের শ্লীলতাহানি করেছে নীতিশ নাথ নামে এলাকার এক ব্যক্তি বলে অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্ত গা ঢাকা দেয়। পরে সোমবার সকালে অভিযুক্তকে তার বাড়ী থেকেই আটক করে আনে ধর্মনগর মহিলা থানার পুলিশ। প্রবীণ নাগরিকের এমন কাণ্ডের ছি ছি রব উঠেছে ধর্মনগর জোড়ে।
0 মন্তব্যসমূহ