Advertisement

Responsive Advertisement

প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব শ্যামল চৌধুরী


আগরতলা, ২৪ মার্চ : রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক শ্যামল চৌধুরী প্রয়াত হয়েছেন। রবিবার সকালে রাজধানী আগরতলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য সেদেশের সরকার মৈত্রী সম্মাননায় ভূষিত করে। 
শিক্ষা সংস্কৃতি এবং ঐতিহ্যের বিকাশে অবদানের জন্য বিশেষ সাহিত্য সংস্কৃতি সম্মাননা সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারের সম্মানিত হয়েছেন তিনি। রাজ্যের বর্তমান সরকারের মন্ত্রীসভার সদস্য সুশান্ত চৌধুরীর বাবা তিনি। 
হাসপাতাল থেকে প্রয়াত শ্যামল চৌধুরীর মৃতদেহ নিয়ে এসে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রাখা হয় শেষ শ্রদ্ধা জানানোর জন্য। রাজ্য মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, বিরোধী কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতা মন্ত্রী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। সবশেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় বটতলা মহাশ্মশানে। সেখানে শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র সহ বহু গুণমুক্ত রেখে গিয়েছেন। 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ