উৎপল বৈদ্য, বিলোনিয়া, ৩০ মার্চ : ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমাই দাস নামে পয়ত্রিশ বছরের যুবককে দশ বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন বিলোনিয়া জেলাও আদালতের বিচারক। ১৪ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাসদোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। শনিবার সাজার রায় ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক।
২০২০ সালের ৩০ আগস্ট ধর্ষণের ঘটনা ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। ঘটনার রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলোনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে নির্যাতিতা গৃহবধূ। বিলোনিয়া মহিলা থানাতে যার মামলার নম্বর ৪৪/২০২০। মামলা পরিপ্রেক্ষিতে পুলিশ সেই রাতেই দক্ষিণ সোনাইছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে। বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 341, 376(m), 325 ,506 ধারা মামলা নিয়ে আদালতের চার্জ সিট জমা দেয়। জানা যায় ঘটনার দিন বছর ৩৫ বয়সী গৃহবধূ ধান ক্ষেতে কাজ সেরে বাড়িতে ফেরার পথ আটকায় নিমাই দাস ও জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে গৃহবধূকে, সেখানে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের পর গৃহবধূ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর কোনক্রমে বাড়িতে এসে গৃহবধূ স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয় থানাতে। পরিবারের লোকজন প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে। জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে। নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধু সহ গৃহবধুর পরিবার।মামলাটি পরিচালনা করেন সরকারপক্ষের আইনজীবী সুব্রত ভট্টাচার্য। তিনি সাজা ঘোষণার পর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ