বিশ্বেশ্বর মজুমদার শান্তিরবাজার, ৭মার্চ : রাজ্য সরকার লোকজনদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরমধ্যে রাজ্যের মৎস্যমন্ত্রী মৎস্যচাষীদের আর্থিক দিক দিয়ে সাবলম্বী করতে নানান পরিকল্পনা হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে মৎস্য সহায়ক যোজনা।
বৃহস্পতিবার মুহুরীপুর ফিসারী ফার্মে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিন ত্রিপুরা জেলার মৎস্য সহায়ক যোজনার সূচনা করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ঋষ্যমুখ আর ডি ব্লকের চেয়ারপারসন বকুল রানি দেবনাথ, রূপাইছরি আর ডি ব্লকের বি এ সি চেয়ারম্যান রাখি ত্রিপুরা, সাতচাঁদ আর ডি ব্লকের চেয়ারম্যান অনিল চন্দ্র মজুমদার, বগাফা আর ডি ব্লকের চেয়ারম্যান শ্রীদাম দাস, ভারতচন্দ্র নগর ব্লকের চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে উদ্ভোধক জানান বিগতদিনে লোকজনেরা মাছের জন্য বহিঃ রাজ্যের দিকে চেয়ে থাকতেহতো। বর্তমানসময়ে রাজ্যে বিজেপি আই পি এফটির সরকার গঠনের পর রাজ্যসরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৎস্যচাষীদের আর্থিক দিকদিয়ে সাবলম্বন করেযাচ্ছে। এতকরে রাজ্যে মাছের যোগান বেরেছে। এখন রাজ্যের সকল লোকজনেরা মাছেরজন্য বহিঃ রাজ্যের দিকে চেয়ে থাকতেহয়না। বর্তমান সময়ে মৎস্যচাষীদের সুবিধার্থে মৎস্য সহায়ক যোজনার মাধ্যমে দক্ষিনজেলা থেকে ৫০ জন মৎস্যচাষীকে নির্ধারনকরে ৬ হাজার টাকা প্রদানকরাহয়। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্রকরে দক্ষিন জেলার বিভিন্নপ্রান্তথেকে আগত মৎস্যচাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ