Advertisement

Responsive Advertisement

আগরতলা শহরের পুলিশের ফ্ল্যাগ মার্চ

আগরতলা, ১৬ মার্চ : লোকসভা নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং কঠুর গোটা রাজ্য জোড়ে। 
নির্বাচনকে সামনে রেখে শনিবার রাতে রাজধানি আগরতলা শহরে আরক্ষা প্রসাশনের উদ্যোগে ফ্ল্যাগ মার্চ করা হয়। এইদিনের ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার পুলিস সুপার ড.কিরন কুমার কে।
এইদিনের ফ্ল্যাগ মার্চে পশ্চিম আগরতলা ও পূর্ব আগরতলা থানার ওসি পুলিস কর্মী ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা অংশগ্রহণ করে। পশ্চিম জেলার পুলিস সুপার ড. কিরন কুমার কে সংবাদ মাধ্যমকে জানান লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ করতে প্রস্তুত আরক্ষা প্রশাসন। নির্বাচনকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় আরক্ষা কর্মীরা ফ্ল্যাগ মার্চ করছে। ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য। পুলিস আধিকারিকরা বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ মার্চের নেতৃত্ব দিচ্ছেন বলেও জানান জেলা পুলিস সুপার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ