আগরতলা, ১৪মার্চ : রাজধানী আগরতলার প্রগতি বিদ্যা ভবনের শিক্ষার্থীদের জন্যে বই প্রদান করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সাংসদ উন্নয়ন তহবিল থেকে এই বই গুলি বিতরণ করেন। এই উপলক্ষে বৃহস্পতিবার স্কুলে এক অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত সহ শিক্ষা দপ্তরের আধিকারিক ও স্কুল পরিচালন কমিটির সদস্যরা।
প্রতিমা ভৌমিক বলেন, আগরতলা শহরে একটি বিশ্বমানের লাইব্রেরি করা তার স্বপ্ন। কিন্তু জায়গা পাননি বলে এখন পর্যন্ত করতে পারেননি। তবে সুযোগ পেলে অবশ্যই করবেন। বই পড়ার গুরুত্ত ও অনুভূতি নিয়েও আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী স্কুল কতৃপক্ষের হাত বইগুলি তুলে দেন। প্রসঙ্গত রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি কাকে প্রার্থী করে সেটা এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন। ইদানিং প্রতিমা ভৌমিক এর তৎপরতা রামনগর কেন্দ্রে বেড়ে যাওয়ায় এই প্রশ্ন আরো জোরালো হয়ে উঠেছে।
0 মন্তব্যসমূহ