Advertisement

Responsive Advertisement

আগরতলায় জৈব ও প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা চলছে

আগরতলা, ১১মার্চ : বর্তমান সরকারের চেষ্টায় কৃষিতে ব্যাপক সাফল্য লাভ করেছে রাজ্য। এই সাফল্যের খবর রাজ্যের সীমানা ছাড়িয়ে অন্যান্য প্রান্তেও পৌঁছে হয়েছে। তার ফল স্বরূপ মনিপুরের রাজধানী ইম্ফলে অবস্থিত ভারত সরকারের জাতীয় জৈব ও প্রাকৃতিক কৃষি কেন্দ্র এবং ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার এডি নগর এলাকার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হয়েছে দুদিন ব্যাপী জাতীয় স্তরের প্রশিক্ষণ শিবির। রাজধানীর ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের আলোচনার বিষয়বস্তু " জৈব ও প্রাকৃতিক কৃষির সম্ভাবনা। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা শাখার যুগ্ম অধিকর্তা ড. উত্তম সাহা, সেই সঙ্গে উপস্থিত ছিলেন ইম্ফলস্থিত ভারত সরকারের জাতীয় জৈব ও প্রাকৃতিক কৃষি কেন্দ্রের জুনিয়র সায়েন্টিফিক আধিকারিক নরেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা ড. উত্তম সাহা, ত্রিপুরা রাজ্যের জৈব ও প্রাকৃতিক চাষের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা করেন। সেই সঙ্গে এতে উপস্থিত ৩০ জনের বেশি প্রশিক্ষনার্থি এবং আধিকারিকরাও বিষয় বস্তুর উপর মতবিনিময় করেন।
 দুই দিনের এই প্রশিক্ষণ আগামী দিনে রাজ্য প্রাকৃতিক কৃষির উপর বিশেষ গুরুত্ব রাখবে বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ