আগরতলা, ২৪মার্চ : নির্বাচন যতো এগিয়ে আসছে রাজ্যে বিরোধী শিবিরে ভাঙ্গন আরো তেজি হচ্ছে, প্রতি দিনই রাজ্যের কোথাও না কোথাও ভোটাররা বিরোধী শিবির ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। শনিবার সন্ধ্যায়ও রাজধানীর বনমালীপুর মন্ডলের ২৩ নং ওয়ার্ডের অন্তর্গত ৫ নং বুথের হরিজন কলোনী এলাকায় আয়োজিত এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ সভা রাজীব ভট্টাচাৰ্য, প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচাৰ্যসহ স্থানীয় অন্যান্য নেতৃত্বরা। এই সভায় ৮৫ পরিবারের ২৭০ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচাৰ্যসহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য্য প্রথমে নতুন করে যারা বিজেপিতে যোগদান করেছেন তাদের স্বাগত জানান। সেও সঙ্গে বলেন এখন সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কল্যানে একের পর এক কাজ করে যাচ্ছেন তাই আরো উন্নয়ন করতে বিজেপি সরকারের প্রয়োজন। রাজ্যের দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতকে মজবুত করার আহ্বান জানান। রাজ্যের দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত বলেও জানান।
0 মন্তব্যসমূহ