আগরতলা, ৩১মার্চ : কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। রবিবার সকালে রাজধানী আগরতলা শহর রাজ্যের বেশ কিছু এলাকার উপর দিয়ে প্রবল বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এদিনের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে আগরতলার এমবিবি বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন। ঝড়ের দাপটে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে বিমানে প্রবেশ করার স্বয়ংক্রিয় অ্যাপ্রণের বেশ কিছু জায়গার লোহার শীট খুলে পড়েছে। সেই সঙ্গে বিমানবন্দরের টার্মিনাল বন্দরের টার্মিনাল ভবনের পাশের লোহার শীট খুলে পড়েছে, ব্যাঙে মাটিতে পড়ে গিয়েছে এয়ারকন্ডিশন মেশিনের কিছু যন্ত্রাংশ। এদিনের এই জোরে বিমানবন্দরের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কর্মীদের প্রাথমিক ধারণা।
ঝড়ের ফলে রাজ্যের অন্যতম বড় এবং প্রধান রেফারেল হাসপাতাল চত্বরে থাকা একাধিক প্রাচীন গাছ ভেঙ্গে পড়ে। এর ফলে হাসপাতালে ঢুকার প্রদান রাস্তা দীর্ঘ সময় বন্ধ থাকে বিদ্যুতের খুঁটিতে গাছের ডাল পালা পড়ার ফলে তার ছিড়ে যায় একাধিক খুঁটি ভেঙ্গে পড়ে। ঝড়ের দাপটে এবং গাছ ভেঙ্গে পড়ে হাসপাতালের সামনের বেশ কয়েকটি দোকানে অল্প-বিস্তর ক্ষতি হয়েছে আংশিক ভাবে আহত হয়েছেন বেশ কয়েকজন বলে জানান এই সময় হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষ।
প্রায় দু ঘন্টার চেষ্টায় আগরতলা পুর নিগমের কর্মীরা গাছ কেটে রাস্তা যান চলাচলের উপযুক্ত করেন।
0 মন্তব্যসমূহ