Advertisement

Responsive Advertisement

সকল অংশের মানুষের জন্যে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থী দীপক মজুমদার

আগরতলা, ৩১মার্চ : সব রামনগরবাসীর কাছে আশীর্বাদ চাইছেন উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সময়ের অভাবে সবার কাছে না যেতে পারলেও সবার জন্যে কাজ করবেন বলে জানালেন তিনি। রবিবার সকালে কৃষ্ণনগর ম্যাগনেট ক্লাব সংলগ্ন এলাকায় প্রচার কর্মসূচী চালান তিনি। প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। তাদের আশীর্বাদ চাইছেন। প্রবীণদের পা ছুঁয়ে প্রণাম করেন আশীর্বাদ নিচ্ছেন। এদিন বিজেপি প্রার্থীর সঙ্গে ছিলেন দলীয় কার্যকর্তারা। ওই এলাকাতেই বাড়ি রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী তিথি দেববর্মনের। প্রার্থী দীপক মজুমদার বিশিষ্ট এই সংগীত শিল্পীর বাড়িতেও যান। তিথি দেববর্মন আশা ব্যক্ত করেন দীপক মজুমদার সবার জন্যে কাজ করবেন। রামনগরবাসীর সমর্থন পাবেন। তিনি বিজেপির এই প্রার্থীকে শুভেচ্ছা জানান। এই দিন উল্লেখযোগ্য সংখ্যাক কর্মী সমর্থকরা দীপক মজুমদারের সঙ্গে প্রচার কর্মসূচিতে অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ