আগরতলা, ৯ মার্চ : রাজ্যের ইতিহাসে নতুন মাইল স্টোন স্থাপিত হলো, পথ প্রাণীদের জন্য ত্রিপুরার প্রথম রেসকিউ সেন্টার করলো কে-নাইন অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার ফিতা কেটে এই সেন্টারটির উদ্বোধন করলেন প্রাণী পালন দপ্তরের অধিকর্তা নীরজ কুমার চঞ্চল। সাথে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্নধার রূপক সাহা, সংস্থার সম্পাদক দীপঙ্কর চক্রবর্তী এবং সভানেত্রী সর্বানী রায়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে উদ্বোধন হওয়ার কথা ছিল এই সেন্টারটির। কিন্তু ব্যক্তিগত কাজে তিনি আগরতলার বাইরে চলে যাওয়ায় দপ্তরের অধিকর্তা এই সেন্টারটির উদ্বোধন করেন। যদিও ভিডিও বার্তার মাধ্যমে এই সেন্টারের সফলতা কামনা করেছেন মন্ত্রী। অন্যদিকে সাংসদ মানেকা গান্ধী ভিডিও বার্তার মধ্য দিয়ে এই রেসকিউ সেন্টারটির শ্রীবৃদ্ধি কামনা করেন এবং সকল অংশের জনগণকে অবলা পথ প্রাণীদের সাহায্য করতে এগিয়ে আসার জন্য আবেদন জানান।সেন্টারটি সম্পূর্ন ভাবে গড়ে তোলার ক্ষেত্রে সহায়তা করেছে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স।এছাড়াও বহু পশুপ্রেমীর নিঃস্বার্থ অবদান ছিল সেন্টারটি সম্পূর্ন হওয়ার পেছনে। এদিন উদ্বোধন শেষে কাল ভৈরবের পূজা অনুষ্ঠিত হয়। যেখানে বহু পশু প্রেমিরা অংশগ্রহণ করেন।
0 মন্তব্যসমূহ