আগরতলা, ২৬ মার্চ : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোলাঘাটি মন্ডল কিষান মোর্চার আহবানে গোলাগাটি মিলনায়তনে এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সভার শুভারম্ভ করেন কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ সহ-সভাপতি ভাস্কর দাশগুপ্ত গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রকিশোর দেববর্মা মহাশয় , বিজেপি সিপাহী জেলা উত্তর জেলার সাধারণ সম্পাদক রাজেশ দেববর্মা বিজেপি মন্ডল সহ-সভাপতি নারায়ন দেব প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা গত ছয় বছরে গোলাঘাটি মন্ডলের কৃষক সহ সাধারণ মানুষ যেসব সুযোগ সুবিধা পেয়েছেন এবং এর পূর্ববর্তী সরকারের আমলে এই মন্ডলের বিরোধী দলীয় মানুষের উপর যেসব অত্যাচার হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন গত ছয় বছর যাবত গোলাঘাটি মন্ডলের মানুষ সুখে শান্তিতে জীবন যাপন করছেন। প্রধান অতিথির ভাষণে কিষান মোর্চা প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় মোদিজীর ১০ বৎসর শাসনকালকে গরিব ও কৃষক মানুষের কল্যাণের সময় বলে অভিহিত করেন। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর শাসনকালে সবচাইতে বেশি লাভবান হয়েছেন কৃষক সমাজ। শুধু কিষান সম্মান নিধি বাবৎ ত্রিপুরার কৃষক ষোলটি কিস্তির মাধ্যমে ৬৫০ কোটির ও বেশি টাকা পেয়েছেন এবং সরকারের নিকট অধিক মূল্যে ধান বিক্রয় করে এ পর্যন্ত ত্রিপুরার কৃষকের প্রায় দুইশত কোটি টাকা লাভ হয়েছে। ডবল ইঞ্জিনের সরকারের সময়কালে শৌচালয় থেকে শুরু করে আবাস যোজনার গৃহ উজলা যোজনা গ্যাস জল বিদ্যুৎ ফ্রি রেশন চাল বিনা মূল্যে কভিডের তিনটি টিকা আয়ুষ্মান কার্ড বেটি বাঁচাও বেটি পড়াও উন্নত শিক্ষার ব্যবস্থা যাতায়াত পর্যটন সর্বোপরি রাজ্যের মানুষের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা এই সরকারের সময় হয়েছে তাই আমরা ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মোদির নিকট কৃতজ্ঞ এবং উনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আমরা আমাদের লোকসভার আসনে রেকর্ড পরিমাণ ভোটে বিজেপি প্রার্থীদের জয়ী করে উনাকে উপহার দেব। সভায় সভাপতিত্ব করেন কিষান মোর্চা মন্ডল সভাপতি শ্রীকুঞ্জ সিনহা। সভায় কৃষক ভাই বোন গণের উপস্থিতি ছিল লক্ষণীয়।
0 মন্তব্যসমূহ