Advertisement

Responsive Advertisement

ধর্মনগরের ১৩২ কেভি মিশনটিলা সাব স্টেশনে আগুন, অল্পতে রক্ষা পেলো শহর


অয়ন নাগ, ধর্মনগর, ১০মার্চ : রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ধর্মনগরস্থিত মিশনটিলা ১৩২কেভি পাওয়ার সাব স্টেশনে একটি বিস্ফোরণে দাহ্য তরল পদার্থ ছড়িয়ে পড়ে বীভৎস আগুন লেগে যায়। ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাড়া শহরের বৈদ্যুতিক সংযোগ প্রায় আড়াই ঘন্টা ছিন্ন থাকার পর পুনরায় শহরের বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় ডক্টরের কর্মকর্তারা। তবে কি কারনে হঠাৎ করে ফেটে গিয়ে তরল পদার্থ ছড়িয়ে পড়ল তার কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা তদন্তে খতিয়ে দেখছেন এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে বৈদ্যুতিক আগুন লেগেছিল তা এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে না পারলে ধর্মনগর শহরের একাংশ উড়ে ছাই হয়ে যেত বলে বিশেষজ্ঞদের অভিমত। এক বীভৎসর অগ্নিকাণ্ড থেকে আপাতত রক্ষা পেল ধর্মনগর শহর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ