Advertisement

Responsive Advertisement

শান্তির বাজার পৌর পরিষদের দ্বিতল ভবনের উদ্ধোধন করলনের বিধায়ক প্রমোদ রিয়াং

 বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ মার্চ : রাজ্য সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। লোকজনদের সঠিক পরিষেবা প্রদান করতে ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে অফিস কক্ষের প্রয়োজন হয়। শান্তিরবাজার পৌর পরিষদের পরিকাঠামো উন্নয়নে ও অফিসে কর্মরত কর্মীরা সঠিক ভাবে কাজ করে যাতে লোকজনদের পরিষেবা প্রদান করতে পারে সেইদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় শান্তিরবাজার পৌর পরিষদে দ্বিতল ভবন নির্মান করাহয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে এই ভবনের শুভসূচনা করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, পূর্ত দপ্তরের এক্সিউটিভ অফিসার তাপস মারাক, পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, শান্তির বাজার পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার ,পৌর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা জানান এই  ভবন নির্মানে শান্তির বাজার পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, কাজের দায়িত্ব পাওয়া এজেন্সি সমীর চক্রবর্তী, পৌর পরিষদের ডেপুটি সিও প্রীতম সরকার ও ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহার দিবারাত্র অক্লান্ত কঠোর পরিশ্রমে এই সফলতা অর্জন করেছে। কাজের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি সমীর চক্রবর্তী গুনগতমান বজায় রেখে এই কাজটি সুন্দরভাবে সমাপ্তি করেছেন। অপরদিকের বিধায়ক প্রমোদ রিয়াং উনার বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকার ও শান্তির বাজার পৌর পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য জনসন্মুখে তুলেধরেন। বিধায়ক জানান যাতেকরে সকলেমিলে সুন্দরভাবে নবনির্মিত এই অফিসকক্ষগুলি সঠিকভাবে রাখেন। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে এস সি ওয়েলফেয়ার ফান্ডথেকে বেনিফিসারী নির্ধারন করে গান বাজনার যন্ত্রাংশ বিতরন করাহয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ