আগরতলা, ১৭ মার্চ : রাজধানী আগরতলার বড়দোয়ালী এলাকার যুবক সংঘের উদ্যোগে এবং মা ঊষা চেরিটেবল ট্রাস্ট ও রোটারী ক্লাব অফ আগরতলার সহযোগিতায় এক মেগা স্বাস্থ্যশিবির আয়োজন করা হয়। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এই শিবিরে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে রক্ত পরীক্ষা এবং ঔষধ বিতরনও করা হয়। স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অভিজিৎ মল্লিক, ডা সুশান্ত রায় সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে উল্লেখ কর যে মা ঊষা চেরিটেবল ট্রাস্ট"র চেয়ারম্যান ডা সুশান্ত রায় সারা বছর ধরে মানুষের কল্যাণে চিকিৎসা পরিষেবা সহ স্বাস্থ্য সম্পর্কিত নানা ধরনের শিবিরের আয়োজন করে থাকেন। এদিনের এই শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংস্থা মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারা বছর ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে। এর ফলে সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছেন। মেয়র আরো বলেন ডা সুশান্ত রায় সারা বছর ধরে নানা ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন তা ফলে সাধারণ মানুষের ব্যাপক উপকার হচ্ছে। তাই তাকে বিশেষ ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ