Advertisement

Responsive Advertisement

নির্বাচন কর্মীদের নিয়ে ধর্মনগরে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত


 অয়ন নাগ, ধর্মনগর, ২৭ মার্চ : উত্তর জেলার ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী লোকসভা নির্বাচনী মহড়া তথা মকপোল অনুষ্ঠিত হলো। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সব কাজকর্ম সতর্কতার সঙ্গে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে ধর্মনগরের উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুই দিনব্যাপী মহকুমা প্রশাসনের উদ্যোগে মকপোল আয়োজন করা হয়ে। মোট ২৭৯ জন প্রিসাইডিং অফিসার এবং ২২৯ জন ফার্স্ট পোলিং অফিসারসহ মোট পাঁচশ আট জনের প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের মোট ১২টি কক্ষকে বেছে নিয়ে, ছয়টিতে মৌখিক ভাবে এবং বাকি ছয়টিতে ইভিএম এর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়। মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান, বুধবার সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং এবং গ্রুপ ডি এর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ