উদয়পুর, ২১মার্চ : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার ৩২নং মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় মাতাবাড়ি বাজারে। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নিজে। পাশাপাশি উপস্থিত ছিলেন গোমতি জেলা বিজেপির জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন সেন ও মন্ডল সভাপতি প্রমূখ। এদিন স্বাগত ভাষণ রাখেন বিজেপি জেলা সভাপতি অভিষেক দেবরায়। পরে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ভাষণ রাখতে গিয়ে বলেন, বিগত ২৫ বছরের বাম সরকার এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের জন্য কোন উন্নয়ন করেনি। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিজেপি জোট সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর উন্নয়ন হয়েছে গোটা বিধানসভা জুড়ে। বর্তমানে প্রাসাদ প্রকল্পে সাজিয়ে তোলা হয়েছে গোটা মাতারবাড়ি মন্দিরকে। এছাড়া বর্তমান রাজ্য সরকার ব্যাপক উন্নয়ন করেছে গোটা রাজ্যজুড়ে। বিগত দিনে বামেরা এই রাজ্যে শুধু সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। ভোটারদের ভয় ভীতি দেখিয়ে ক্ষমতায় থাকার জন্য একের পর এক সন্ত্রাস চালিয়েছে সে সময়। কিন্তু বর্তমানে এই ধরনের সন্ত্রাস রাজ্যে কখনোই পরিলক্ষিত হয়নি। উন্নয়নের মধ্য দিয়ে এবারের ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি কর্মীরা ভোটের জন্য গণদেবতাদের দুয়ারে যাবে। এই উন্নয়নের মধ্য দিয়ে এবারের লোকসভা নির্বাচন বিরোধীদের কে যোগ্য জবাব দেবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের হাত ধরে ৬৭ পরিবারের ১৭৪ জন ভোটার সিপিআইএম, কংগ্রেস ও মথা থেকে দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব। নির্বাচনী জনসভা কে কেন্দ্র করে বিশাল সংখ্যায় মহিলা মোর্চা কর্মীদের উপস্থিতি ছিল সাড়া জাগানো।
0 মন্তব্যসমূহ