আগরতলা, ১১মার্চ : আগরতলা পুর নিগমের ২০২৪ - ২৫ অর্থ বর্ষের ৪১৬ কোটি ৯০ লক্ষ টাকার বাজেট সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়েছে। সোমবার পুর নিগমের কনফারেন্স হলে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা হয়। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মানিক দাস দত্ত , কমিশনের শৈলেশ কুমার যাদব সহ সমস্ত কর্পোরেটররা। সর্বসম্মতিক্রমে এই দিন বাজেট পাস হয়েছে। মেয়র জানান, সুন্দর ভাবে নাগরিক পরিষেবা দেওয়া , রাস্তা ও ড্রেন সংস্কার , শহর সৌন্দর্যায়ন ও পরিচ্ছন্ন রাখা, আলোর ব্যবস্থা করা, পুকুর ও পার্ক সংস্কার করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ওপেন জিম গড়া হবে। আগরতলায় একটি কফি হাউস নির্মাণের কাজ চলছে বলেও জানান মেয়র। সার্বিক ভাবে শহর সৌন্দর্যায়নের লক্ষে ও উন্নত নাগরিক পরিষেবা দিতে এই বাজেট বলে জানান মেয়র।
0 মন্তব্যসমূহ